ভারতের বিপক্ষে বাংলাদেশের দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখতে ২২ নভেম্বর কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
অতিথিদের জন্য থাকছে বিশেষ রাজকীয় মধ্যাহ্নভোজ। বিশেষ এই ভোজে থাকছে ৫০ পদের খাবার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিশ, সর্ষে পাবদা, ভেটকি মাছ, ডাব চিংড়ি। এছাড়াও থাকবে দুই বাংলার জনপ্রিয় সব খাবার। যার মধ্যে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনা, ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। মাছ অপছন্দ করা অতিথিদের জন্য থাকবে মুরগি ও খাসির বিভিন্ন পদ।
শেখ হাসিনা ছাড়াও এই ম্যাচে উপস্থিত থাকবেন কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় সহ ভারতীয় ক্রিকেটের বিখ্যাত সব খেলোয়াড়রা। বাংলাদেশের বিখ্যাত টেস্ট খেলোয়াড়রাও মাঠে বসে উপভোগ করবেন ঐতিহাসিক এই ম্যাচ। সেদিন মাঠে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও।
আনন্দবাজার/ডব্লিউ এস