ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উইজডেনের বর্ষসেরা দলে ঠাঁই পেল না কোহলি

উইজডেনের বর্ষসেরা দলে ঠাঁই পেল না কোহলি

সম্প্রতি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে উইজডেন। দলে জায়গা হয়নি ভারতের আলোচিত অধিনায়ক বিরাট কোহলির।

এদিকে, এর আগে উইজডেনের বর্ষসেরা টেস্ট দলেও জায়গা হয় নি কোহলির। তাছাড়া ওয়ানডে একাদশে নেই বাংলাদেশের কেউ। দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

সেরা একাদশে জায়গা করে নিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও আলজারি জোসেফ।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক) (অস্ট্রেলিয়া), লোকেশ রাহুল (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), স্যাম বিলিংস (ইংল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) ও অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন