বঙ্গবন্ধু টি-২০ কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রাম মুখোমুখি হয় বেক্সিমকো ঢাকা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে মামুলি সংগ্রহ পেয়েছে ঢাকা। নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অল আউট হওয়ার আগে দলটির সংগ্রহ ১১৬ রান ।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। সবাইকে চমকে দিয়ে ইনিংস উদ্বোধনে সাব্বির রহমানের সঙ্গে নামেন মুক্তার আলী। তবে এমন ট্রিকটি কাজে আসেনি। দ্রুতই সাজঘরে ফিরে যান দুই ওপেনার।
এরপর মুশফিকের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও ১২ রানের বেশি করতে পারেননি নাঈম শেখ। যদিও ঢাকার অধিনায়ক ফেরেন ২৫ রানে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ করেন ইয়াসির আলী রাব্বি। তবে শেষ দিকে মুশফিকের সমান ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন আল আমিন জুনিয়র।
নিয়মিত আসা যাওয়ার মাঝেই ছিলেন দলটির ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১১৬ রানে অল আউট ঢাকা। চট্টগ্রামের পক্ষে একাই ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও শরিফুল ইসলাম নেন দুটি উইকেট।
আনন্দবাজার/এম.কে