ঢাকা | শনিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অলরেডদের জয়ের দিনে চেলসির ড্র

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গেংকের বিপক্ষে ২-১ গোলে লিভারপুল জয় পেলেও আয়াক্সের সঙ্গে ৪-৪ গোলে করেছে চেলসি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ১৪তম মিনিটে জর্জিনিয়ো ভিনালডামের গোলে এগিয়ে যায় কোচ জুর্গেন ক্লপের দল। ৪০তম মিনিটে হেডে গোল করে লিভারপুল সমর্থকদের হতবাক করে দলকে সমতায় ফেরান সামাটার।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৩তম মিনিটে মোহাম্মদ সালাহ’র পাস ডি-বক্সে পেয়ে বাম পায়ের নিচু শটে জয়সূচক গোলটি করেন অক্সলেইড-চেম্বারলেইন।

‘ই’ গ্রুপে ৪ ম্যাচে তিন জয় আর এক হারে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। গ্রুপের অন্য ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সালজবুর্গ।

গতকাল রাতে স্ট্যামফোর্ড ব্রিজে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ভুল দিয়েই খেলা শুরু করে চেলসি। তবে আয়াক্সের বিপক্ষে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকেও রোমাঞ্চের জন্ম দিয়ে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

গ্রুপ পর্বে অবশ্য ৪ ম্যাচে সমান ৭ পয়েন্ট আয়াক্স ও চেলসির। গোল গড়ে শীর্ষে বসে আছে আয়াক্স। অথচ এই ম্যাচের আগে শীর্ষে থেকেই মাঠে নেমেছিল চেলসি।

এদিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে স্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে কাতালান ক্লাবটি।

গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড।

আনন্দবাজার/খলিফা

সংবাদটি শেয়ার করুন