চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্ব শেষ হবে আজ শনিবার। ইতোমধ্যে প্রথম তিন দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে যথাক্রমে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। আজ জানা যাবে চতুর্থ দল হিসেবে কারা যাবে প্লে-অফে।
লিগ পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী আর দিনের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। প্লে-অফ নিশ্চিতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বরিশালের পেসার তাসকিন আহমেদ।
শুক্রবার গণমাধ্যমকে তাসকিন বলেন, আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি প্রতিটি ম্যাচে। কিন্তু আসলে টি-টোয়েন্টি ফরম্যাটে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে আগামীকাল (আজ) সর্বোচ্চটা দিয়ে খেলা। আমরা আত্মবিশ্বাসী, ভালো কিছুই হবে।
আগামীকাল (আজ) আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। বোলিং ও ব্যাটিং, দুইদিকেই যদি আমরা সেরাটা দিতে পারি তাহলে ভালো করবো। কালকের (আজ) ম্যাচে যদি আমরা হেরে যাই তাহলে আউট অব টুর্নামেন্ট। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে জেতা। আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই জেতা সম্ভব। এবং আমরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে যাবো, যোগ করেন তাসকিন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দু’টি করে ম্যাচ জিতেছে চার নম্বরে থাকা রাজশাহী ও পাঁচ নম্বরে থাকা বরিশাল। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে বরিশাল।
আজ চট্টগ্রামের সাথে রাজশাহী হেরে গেলে এবং ঢাকার বিপক্ষে বরিশাল জিতে গেলে প্লে-অফে যাবে বরিশাল। তবে বরিশাল হারলে রান রেটে এগিয়ে থাকায় প্লে-অফে যাবে রাজশাহী। আর যদি দুই দলই জয় পায় তবে প্লে-অফে যাবে রান রেটে এগিয়ে থাকা রাজশাহী।
আনন্দবাজার/টি এস পি