ইউরোপীয় ফুটবলের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ ম্যাচ ডে’তে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মাঠে নামবে শক্তিশালী দলগুলো।
ডেথ গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। তিন ম্যাচে দুদলেরই পয়েন্ট ৪ তবে গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের দুইয়ে মিলান আর তিনে ডর্টমুন্ড।
আরেকটি ম্যাচে লিগের টেবিলে শীর্ষ স্থান ধরে রাখার জন্য নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে নামছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার লা লিগায় লেভান্তের মাঠে ১-৩ গোলে হারার পর মানসিকভাবে বেশ বিধ্বস্ত আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। তাই খানিকটা স্বস্তি পেতে স্লাভিয়া প্রাগকের বিপক্ষে জয়ের জন্য মরিয়া লিওনেল মেসিরা।
ই’ গ্রুপের শীর্ষ দল নাপোলি ও গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে বেলজিয়ান ক্লাব গেঙ্কের বিপক্ষে লড়বে ইয়ুর্গেন ক্লপের দল। অন্যদিকে নাপোলি আতিথ্য দেবে অস্ট্রিয়ান ক্লাব স্যালজবুর্গকে।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আয়াক্সের বিরুদ্ধে গ্রুপ এইচ’-এর ম্যাচে খেলতে নামছে ইংলিশ জায়ান্ট চেলসি। গ্রুপের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়া লড়বে লিঁলের বিপক্ষে। ‘জি’ গ্রুপে জেনিত সেন্ট পিটার্সবুর্গের মুখোমুখি হবে জার্মানির লিপজিগ, আর পর্তুগিজ দল বেনফিকার বিপক্ষে খেলবে ফ্রান্সের অলিম্পিক লিওঁ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজকের
বার্সেলোনা-স্লাভিয়া (রাত ১১টা ৫৫ মিনিট) সরাসরি সনি টেন টু
জেনিত-লিপজিগ (রাত ১১টা ৫৫ মিনিট) সরাসরি সনি ইএসপিএন
চেলসি-আয়াক্স (রাত ২টা) সরাসরি সনি টেন ওয়ান
লিভারপুল-গেঙ্ক (রাত ২টা) সরাসরি সনি টেন টু
নাপোলি-সালজবুর্গ (রাত ২টা) সরাসরি সনি টেন থ্রি
ডর্টমুন্ড-ইন্টার মিলান (রাত ২টা) সরাসরি সনি সিক্স
লিঁও-বেনফিকা (রাত ২টা) সরাসরি সনি ইএসপিএন
আনন্দবাজার/এম.কে