ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারাল বাংলাদেশের নারী ক্রিকেট দল

পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ নারী দলকেও টাইগারদের জয়ের রেশ ছুঁয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা। শেষ পর্যন্ত ১ উইকেটে জয় তুলে নিয়েছে রুমানা আহমেদের দল। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান দল। ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২১০ রান করতে সক্ষম হয় তারা।

প্রথমে ব্যাট করে ভালো শুরু পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। ২৪ করে জাভেরিয়া খান ফিরলেও, ফিফটি পূর্ণ করেন আরেক ওপেনার নাহিদা খান। তিনে নেমে ৩৪ করেন ক্যাপ্টেন বিসমাহ মারুফ। আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ৩৬। পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২১০ রান। তিন উইকেট নেন বাংলার অধিনায়ক রুমানা আহমেদ।

জবাব দিতে নেমে ২৯ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুনকে নিয়ে প্রতিরোধ করেন ফারজানা হক। ৪৪ করে মুর্শিদা ফিরলেও, ৬৭ রানের ইনিংস খেলেন ফারজানা। ৪ উইকেটেই ১৮৭ তে পৌঁছে গিয়েছিলো বাংলাদেশ। এরপরই মড়কের শুরু, ২০৫ এ নয় উইকেট পড়ে গেলেও, শেষ ওভারে ম্যাচ শেষ করে আসেন জাহানারা আর নাহিদা।

 

 

সংবাদটি শেয়ার করুন