প্রতি মাসে দাতব্য কাজে মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করতেন সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। গোপনে ৫০টি দুস্থ পরিবারের ভরণ-পোষণ দিতেন তিনি।
গণমাধ্যমকর্মী হোর্হে রিয়াল আমেরিকার একটি টিভি শো’তে ম্যারাডোনার মাসিক খরচের একটি চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, দশ মিলিয়ন। অর্থাৎ এক কোটি আর্জেন্টাইন পেসো। যখন আমরা ম্যারাডোনার বিষয়ে কথা বলছি, অংকটা ছোট মনে হতে পারে। কিন্তু আপনি জানেন, ১০ মিলিয়ন কেমন অংক? এই বিশাল অংকটা ছিল তার প্রতি মাসের খরচ।
হোর্হে রিয়াল বলেন, প্রতি মাসে এই টাকাটা ডিয়েগোর অ্যাকাউন্ট থেকে বের হতো কেবল অন্য মানুষদের সাহায্যে। ডিয়েগো নিজের মুখে অনেকবার বলেছেন, আমি ৫০টা পরিবারকে খাওয়াই। ৫০টা পরিবারকে আমি চালাই।
ওই পরিবারগুলোর মধ্যে রয়েছে, ম্যারাডোনার আত্মীয়স্বজন, তার কর্মচারী, নির্মাণ শ্রমিকসহ দুস্থ লোকজন।
হোর্হে রিয়াল আরও বলেন, এই ফিগারটা কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ, এখন থেকে এই পরিবারগুলোকে কারা দেখাশোনা করবে? কে প্রতিমাসে ১০ মিলিয়ন করে খরচ করবে? কাউকে না কাউকে তো সে দায়িত্ব নিতে হবে। কিন্তু কে নেবে?
আনন্দবাজার/টি এস পি