ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে শঙ্কা

বৃষ্টির কারনে দিল্লির বায়ুদূষণ আরও অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হয়েছিল শনিবার বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তা আরও বাজে অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই বাতাসে চোখ ব্যথা করছে, কোনও কিছুর দৃশ্যমানও কমে গেছে অতীতের চেয়ে।

এই অবস্থায় বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি আয়োজন নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছে দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

ম্যাচ পরিত্যক্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) এক কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিতে পারেন শুধু ম্যাচ রেফারি। তবে তিনি আশা ছাড়ছেন না এখনও। তিনি মনে করেন, পরিস্থিতি যেকোনও সময় পাল্টে যেতে পারে । সন্ধ্যায় সবকিছু পরিবর্তিত হতে পারে। তবে এখন চলমান পরিস্থিতি দেখলে সেই সম্ভাবনা ক্ষীণ মনে হবে।

এই বিষয় নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কথা বলেছেন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মার সাথে। ভারতের ক্রিকেটারদের ম্যাচটা খেলতে কোনও আপত্তি নেই, তারা পরিবেশ নিয়ে সন্তুষ্ট। সৌরভ গাঙ্গুলীকে ‘হ্যাঁ’ জানিয়ে দিয়েছেন রোহিত।

আন্দবাজার/ফাহির

সংবাদটি শেয়ার করুন