ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটসম্যানরা জোরাজুরি বেশি করায় রান হচ্ছে না : লিটন

ব্যাটসম্যানরা জোরাজুরি বেশি করায় রান হচ্ছে না : লিটন

এখন পর্যন্ত চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে জোড়া ফিফটির দেখা পেয়েছেন তিনি। গতকাল বুধবার রাতে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন লিটন। ৫৩ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন তিনি।

প্রতিপক্ষকে কোন সুযোগ না দিয়ে নিজের স্বাভাবিক ব্যাটিং করেই প্রায় দেড়শ স্ট্রাইকরেটে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। যা দেখে তাকে মিলিয়ন ডলার ম্যান হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় দলের অগ্রজ সতীর্থ মুশফিকুর রহীম।

নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ওহ, আমার ভাই…কী দারুণ ইনিংস…মিলিয়ন ডলার ম্যান! তোমাকে দেখাটা অসাধারণ…এমন সামর্থ্য ও ক্লাসের কোনো ব্যাটসম্যান আর কখনও দেখিনি। আমি আশা করি ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এই ফর্ম নিকট ভবিষ্যতে দেশের হয়েও বজায় থাকে।

ম্যাচের পর ম্যাচসেরার পুরস্কার নিয়ে লিটন জানান, শেষ তিনটা ম্যাচ আমি বেশ ভালো ব্যাটিং করেছি। আমার ক্রিকেটে কিছুটা পরিবর্তন এনেছি আমি। আমার মনে হয়, এখানে পুরোপুরি সব নির্ভর মাইন্ড সেটআপের ওপর। যেহেতু শিশিরের কারণে বল ভালোভাবে ব্যাটে আসছি, তাই আমি চেষ্টা করেছি ব্যালেন্স রেখে নিজের শটগুলো খেলার।

লিটন দাসের মতে, ব্যাটসম্যানরা বেশি বেশি চেষ্টা করায় ফল পাচ্ছে না। এর চেয়ে বরং স্বাভাবিক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন লিটন।

তিনি বলেন, আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টটা যদি দেখেন, পাওয়ার প্লে’তে খুব রান কম হচ্ছে এবং শুরুতেই উইকেট পড়ে যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে, হয়তো ব্যাটসম্যানরা জোরাজুরি একটু বেশি করছে। যেটা এখনও পর্যন্ত এ টুর্নামেন্টে আমি করিনি। আমি শুধু আমার বেসিক খেলেছি। বল দেখব এবং বল খেলব- এ জিনিসটাই আমার জন্য ভালো কোন ফল দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা তিনটা ম্যাচ আগেই জিতেছি। তবে আজকের (বুধবার) ম্যাচটার মতো পরিস্থিতিতে খেলার মধ্যে সবার সম্পৃক্ততা বেশি থাকে। এমন ম্যাচ জিততে পারলে বড় লক্ষ্যের দিকে এগুনো যায় আস্তে আস্তে। এই ম্যাচটা জিতে দলের সবার অনুভূতি ভালো, দলের পরিবেশও অনেক ভালো।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন