মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে জয়ের দেখা পেল ঢাকা

অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয়ের দেখা পেল বেক্সিমকো ঢাকা। আজ বুধবার টুর্নামেন্টের নবম ম্যাচে ফরচুন বরিশালকে সাত উইকেটে হারিয়েছে ঢাকা।

বরিশালের দেয়া ছোট লক্ষ্য ১০৯ রান। জবাব দিতে নেমে ধীর গতির ব্যাটিংয়ে লড়াইটা কঠিন করে তুলেছিল ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি ঢাকার। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ইয়াসিরের ব্যাটে বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ঢাকা।দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ইয়াসির আলী। আর ম্যাচ শেষে ২৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে সাইফ হাসানকে নিয়ে শুরুটা মোটামুটি ভালো করেন তামিম। তবে ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি বরিশাল। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ১০৮ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর :

ফরচুন বরিশাল : ২০ ওভারে ১০৮/৮ (তামিম ৩১, সাইফ ৯, পারভেজ ০, আফিফ ০, তৌহিদ ৩৩, শুক্কুর ৩, মিরাজ ১২, তাসকিন ৬, তানভীর ৩, রাব্বি ১; শফিকুল ৩-২-১০-২, রুবেল ৪-০-৩০-১, নাসুম ৪-০-২৪-০, রবিউল ৪-০-২০-৪, মুক্তার ১-০-৯-০)।

বেক্সিমকো ঢাকা : ১৮.৫ ওভারে ১০৯/৩ (নাঈম ১৩, রবিউল ২, মুশফিক ২৩, তানজিদ ২২, ইয়াসির ৪৪ ; মিরাজ ৪-০-১৩-১, তাসকিন ৩.৫-০-২৮-০, আফিফ ১-০-৪-০, রাহি ৩-০-১৯-০, তানভীর ৪-০-২৫-০)।

ফল : ৭ উইকেটে জয়ী বেক্সিমকো ঢাকা।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১০ সেপ্টেম্বর: টেলিভিশনে খেলার সূচি

সংবাদটি শেয়ার করুন