ঢাকা | বৃহস্পতিবার
৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আজ বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে এই রেকর্ড করেন দেশের অন্যতম সেরা ওপেনার। আজ মাঠে নামার আগে ২১১ ইনিংসে তামিমের নামের পাশে ছিল পাঁচ হাজার ৯৭৩ রান। নিজের ২১২তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে পা রাখেন ছয় হাজারের ক্লাবে।

ঢাকার বিপক্ষে ৩১ বলে ৩১ রান করে ইনিংসের ১২তম ওভারে রবিউল ইসলাম রবির বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

তবে ম্যাচটিতে ভালো অবস্থায় নেই তামিমের দল বরিশাল। বেক্সিমকো ঢাকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বরিশাল। মাত্র ২৮ রানের মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচ ব্যাটসম্যানকে হারায় বরিশাল।

চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টেও স্বস্তিতে নেই বরিশাল। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন