ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ জানুয়ারি বার্সেলোনার সভাপতি নির্বাচন

আগামী ২৪ জানুয়ারি ২০২১, নতুন সভাপতি বেছে নিবে বার্সেলোনা। গত আগস্ট মাসে জোসেপ মারিয়া বার্তোমেউর পদত্যাগের পর আপাতত কাতালান ক্লাবটির সর্বোচ্চ এই পদটি শূন্য রয়েছে।

দলের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে ট্রান্সফার সংক্রান্ত বিতর্কের জেড়ে অনেকটা চাপে পড়েন বার্তোমেউ। এরপরই সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ান তিনি।

এদিকে আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে অনেকটাই এগিয়ে আছেন ২০০৩-২০১০ পর্যন্ত এই দায়িত্বে থাকা ইয়োয়ান লাপোর্তা। আর সে সময়ে বার্সা চারটি লা লিগাসহ দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল।

সম্ভাব্য সভাপতি প্রার্থীদেরকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অবশ্যই ২২৫৭টি সমর্থক স্বাক্ষর যোগাড় করতে হবে। এরপর ২৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন