ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের জন্য বরিশালের দরকার ১৫২ রান

জয়ের জন্য বরিশালের দরকার ১৫২ রান

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফলে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে সেীম্য-লিটনরা।

আজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৫ বল খেলে চারটি চারে ৩৫ রান করে মেহেদি হাসানের বলে কামরুন হাসানের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৬ বলে ৫ রান করে আউট হন সেীম্য সরকার। ১৩ বলে ১৭ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। ২৮ বলে ২৬ রান করেছেন শামসুর রহমান। ৯ বলে ২ রান করে আউট হযেছেন জিয়াউর রহমান। ২৪ বলে ২৮ রান করে করেছেন মোসাদ্দেক হোসেন। ১১ বলে ২৭ রান করে রান আউট হয়েছেন সৈকত আলী। ৪ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম।

বরিশালের হয়ে ২ উইকেট পেয়েছেন আবু জায়েদ। এবং একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, সুমন, কামরুল ও মেহেদী।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, শামসুর রহমার শুভ, সৈকত আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা ও শরীফুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি ও মাহিদুল ইসলাম অংকন।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন