শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মৌসুমে তৃতীয় হার দেখলো পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল দিজোঁর বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চলতি মৌসুমে এই নিয়ে লিগে তৃতীয়তম হার দেখলো থমাস টুখেলের দল।

গতকাল শুক্রবার প্রতিপক্ষ দিজোঁর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজি। অধিকাংশ সময় বল দখলে রেখে খেলা দলকে লিড এনে দেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। ১৯তম মিনিটে ডি মারিয়ার থ্রু বল ডি-বক্সে পেয়ে দিঁজোর জালে বল জড়িয়ে দেন ফরাসি এই ফরোয়ার্ড। এবারের লিগে এটি এমবাপ্পের চতুর্থ গোল।

অবশেষে প্রথমার্ধের যোগ করা ৬ষ্ঠ তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের শট পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস ঠেকানোর পর আলগা বল পেয়ে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড মুনির।

বিরতির পর ২য় তম  মিনিটেই গোল খেয়ে বসে টানা দুবারের চ্যাম্পিয়নরা। পিএসজির ডিফেন্ডারদের ছিটকে ফেলে কোনাকুনি শটে কেইলর নাভাসকে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন দিজোঁর জোনদার কাদিজ। বাকিটা সময় গোলের অনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পিএসজি।

১২ ম্যাচ শেষে ৯ জয় ও ৩ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নঁতে। ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে দিঁজো।

আনন্দবাজার/এম.কে

 

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

সংবাদটি শেয়ার করুন