ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজ-লিটনের ঝলকে খুলনাকে উড়িয়ে দিল চট্টগ্রাম

জেমকন খুলনার দেয়া ৮৭ রানের ছোট লক্ষ্য, জবাব দিতে নেমে খুব বেশি সময় নেননি গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটাররা। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে খুলনার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।

শনিবার দুপুরে টস হেরে আগে ব্যাট করে ১৭.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয় খুলনা। জবাবে মাত্র ১৩.৪ ওভারেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই লিটন-সৌম্য মিলে তোলেন ৭৩ রান। ১১তম ওভারে সৌম্য সাজ ঘরে ফিরলে ভাঙ্গে চট্টগ্রামের ওপেনিং জুটি। ২৯ বলে ২৬ রান করে ফেরেন সৌম্য।

এরপর মুমিনুল হককে নিয়ে বাকি কাজ সেরেছেন লিটন। শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে জয় তুলে নেয় চট্টগ্রাম। ইনিংস শেষে ৫৩ রানে অপরাজিত থাকেন লিটন। ৪৬ বলে তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি।

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রানেই ইনিংস গুটিয়ে যায় খুলনা। বল হাতে দাপট দেখিয়েছেন চট্টগ্রামের বোলার মুস্তাফিজুর রহমান। ৩.৫ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়েছেন মুস্তাফিজ। আর তুলে নিয়েছেন চার উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

জেমকন খুলনা : ১৭.৫ ওভারে ৮৬ (সাকিব ৩, এনামুল ৬, মাহমুদউল্লাহ ১, ইমরুল ২১ , জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহীদুল ৫, রিসাদ ০, মাহমুদ ১* ও আল আমিন ০ ; মুস্তাফিজ ৩.৫-০-৫-৪ সৌম্য ১-০-৬-০ , সৈকত ৩-০-৯-০, শরীফুল ৩-০-১৯-০, তাইজুল ৩-০-৩০-২, নাহিদুল ৪-০-১৫-২)।

গাজী গ্রুপ চট্টগ্রাম : ১৩.৪ ওভারে ৮৭/১ ( লিটন ৫৩, সৌম্য ২৬, মুমিনুল ৫; সাকিব ৪-১-১৪-০, আল আমিন ২-০-১১-০, হাসান ১-০-১৭-০, শহীদুল ১-০-৭-০ , মাহমুদউল্লাহ ৩-০-১৬-১, শামীম ১-০-১১-০, রিসাদ ১-০-৬-০)

ফল : ৯ উইকেটে জয়ী গাজী গ্রুপ চট্টগ্রাম।

সংবাদটি শেয়ার করুন