বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে ১৭.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয়েছে জেমকন খুলনা।
ইনিংসের শুরুতেই ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে চমক দেন সাকিব আল হাসান। তবে আবারও ব্যর্থ হলেন। মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৬ রানেই গুটিয়ে গেল খুলনার ইনিংস।
এ নিয়ে চট্টগ্রাম নিজেদের দুই ম্যাচেই প্রতিপক্ষকে একশর নিচে আটকে ফেলল। এর আগের ম্যাচে বেক্সিমকো ঢাকাকে থামিয়েছিল তারা ৮৮ রানে।
আজ তিন রান করে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান পূরণ করেন সাকিব। পাশাপাশি সাড়ে তিনশ উইকেটের ডাবলও অর্জন করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
জেমকন খুলনা : ১৭.৫ ওভারে ৮৬ (এনামুল ৬, সাকিব ৩, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ১, জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহিদুল ৫, রিশাদ ০, হাসান ১*, আল আমিন ০; নাহিদুল ৪-০-১৫-২, শরিফুল ৩-০-১৯-০, মুস্তাফিজ ৩.৫-০-৫-৪, তাইজুল ৩-০-৩০-৩, মোসাদ্দেক ৩-০-৯-০, সৌম্য ১-০-৬-০)।
এখন পর্যন্ত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
আনন্দবাজার/টি এস পি