নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে নতুন একটি রেকর্ডে নাম লেখালেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান স্পর্শ করেছেন তিনি। জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তিনি রান মাইলফলক পার করেন।
এর ফলে ৫ হাজার টি-টোয়েন্টি রানের সঙ্গে ৩৫৫টি উইকেট চলে এসেছে সাকিবের দখলে। এর আগে ২০ ওভারের ক্রিকেটে ৫ হাজার রান করেছেন ৬৪ জন। সাড়ে তিনশ উইকেট নিয়েছেন তিনি ছাড়াও ৫ জন। কিন্তু উইকেট-রানের যুগলবন্দি রেকর্ডে সাকিব হলেন দ্বিতীয় ক্রিকেটার। তার আগে ক্যারিবীয় অল-রাউন্ডার ডোয়াইন ব্র্যাভোর এই রেকর্ড ছিল। ৩৭ বছর বয়সী ব্র্যাভো ৪৭১ ম্যাচে রান করেছেন ৬ হাজার ৩৩১, উইকেট নিয়েছেন ৫১২টি।
এদিকে মাত্র ৩১১ ম্যাচ খেলেই এই রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচেই তিনি পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়। এই ৫ হাজার রানের মধ্যে সাকিব সবচেয়ে বেশি রান করেছেন জাতীয় দলের হয়ে- ১ হাজার ৫৬৭। এছাড়া বিপিএল দল ঢাকা ডায়নামাইটসের হয়ে করেছেন ৭৩৮, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৪৩ রান।
আনন্দবাজার/ডব্লিউ এস