ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক দল। মূলত সিরিজের সার্বিক পরিস্থিতি দেখতে ক্যারিবিয়ানদের দুই সদস্যের একটি পর্যবেক্ষণ দল ঢাকায় এসেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে তাদের ৩ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
জানা গেছে, কোয়ারেন্টিন শেষে তারা মিরপুরের শেরে বাংলা এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যবেক্ষেণ করবেন। এছাড়া বিসিবির জৈবিক সুরক্ষা বলয়সহ সার্বিক নিরাপত্তাও তারা পর্যবেক্ষণ করবে। আর এই কমিটির পর্যবেক্ষণ রিপোর্টের ওপর ভিত্তি কোরে নিজেদের সফর পরিকল্পনা সাজাবে ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে পুর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ক্যারিবিয়ানদের। তবে করোনার পরিস্থিতির কারণে সিরিজ সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ব্যাপারটি এখনও আলোচনার টেবিলে। দুই বোর্ড সমঝোতায় পৌছলেই প্রকাশ করা হবে চূড়ান্ত সূচী। আগামী ৩ ডিসেম্বর ফিরে যাবে পর্যবেক্ষণ দলটি।
আনন্দবাজার/এইচ এস কে