ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপার লড়াইয়ে নামছে চট্টগ্রাম আবাহনী-তেরেঙ্গানু এফসি

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনালে আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) চট্রগ্রাম আবাহানীর মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

শিরোপা মঞ্চে পা রাখার আগে চট্টগ্রাম আবাহনী হারিয়েছিল মালদ্বীপের টিসি স্পোর্টস, লাওসের ইয়ং এলিফ্যান্টস ও ভারতের গোকুলাম কেরালাকে। সেমিফাইনালে ভারতের গোকুলাম কেরালার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম আবাহনী।

২০১৫ সালে আয়োজিত প্রথম আসরের শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী। তাই নিজেদের মাঠে প্রতিপক্ষের ওপর নজর রেখে নতুন কৌশল নিয়ে মাঠে নেমে দ্বিতীয় শিরোপা চ্যাম্পিয়ন হতে চায় জামাল ভূঁইয়ারা।

উল্টোদিকে তেরেঙ্গানু এফসি ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে ভারতের মোহনবাগানের বিপক্ষে ৪-২ গোলে জয় পায়। এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দল তেরেঙ্গানু।

প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি ১৩ গোল করা দলও মালয়েশিয়ান ক্লাবটি। তাই জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হতে চায় তেরেঙ্গানু এফসি।

আনন্দবাজার/খলিফা

সংবাদটি শেয়ার করুন