ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্ত ঝড়ে রাজশাহীর দ্বিতীয় জয়

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে জেমকন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে মিনিস্টার রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঝড়ো অর্ধশতকের ওপর ভর করে ১৭ ওভারে ২ বলে খুলনার দেয়া ১৪৬ রানকে যায় রাজশাহী

ব্যাট করতে নেমে রাজশাহী দলের অধিনায়ক শান্ত শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। অরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন খুব একটা সুবিধা করতে পারেননি। আল আমিনের বলে মাত্র ২ রানেই সাজ ঘরে ফিরেন তিনি। এতে ২৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

তবে ওয়ানডাউনে নামা রনি তালুকদারকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে জয়ের দিকে এগুতে থাকে রাজশাহী। যদিও ৯ ওভারের মাথায় রিশাদ হোসেনের শিকার হওয়ার আগে রনির ব্যাট থেকে আসে ২৬ রান। এর কিছুক্ষণ পরই রিশাদ হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন শান্ত। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে ৬টি চার আর ৩টি ছক্কায় আসে ৫৫ রান।

এরপর মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদ ধীর গতিতে রান তুলতে থাকেন। ২২ বল ২৫ রান করে অপরাজিত থাকেন আশরাফুল। অপর পাশে ১৬ বল খেলে ২৪ রান করা মাহমুদ আউট হলে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলকে জয় উপহার দিয়েই মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। মেহেদী হাসানের বলে ক্যাচ দিয়ে দলীয় ৪ রানের মাথায় শূন্য রানেই মাঠ ছাড়েন ইমরুল কায়েস। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরা সাকিব আল হাসান আজও দলের জন্য সুবিধা করতে পারেননি। ৯ বলে মাত্র ১২ রান করে সাজ ঘরে ফিরেন তিনিও। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও জহুরুল ইসলাম ব্যক্তিগত ৭ ও ১ রানে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় খুলনা।

দলের এমন বিপর্যয়ে আগের ম্যাচে জয়ের নায়ক আরিফুল ইসলাম ও শামীম হোসেন দলকে টেনে নিতে থাকেন। আরিফুল ৩১ বলে ৪১ রানে অপরাজিত থাকলেও ২৫ বলে ৩৫ রান করে এবাদতের বলে আউট হন শামীম। ৩ চারে ১২ বলে ১৭ রান করা শহীদুলের সুবাধে খুলনার দলীয় রান দাঁড়ায় ৬ উইকেটে ১৪৬ রান।

সংক্ষিপ্ত স্কোর :

জেমকন খুলনা : ২০ ওভারে ১৪৬/৬ (এনামুল ২৬, ইমরুল ০, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৭, জহুরুল ১, আরিফুল ৪১*, শামীম ৩৫, শহিদুল ১৭*; ইবাদত ৪-০-২৭-১, মেহেদি ৪-০-২৩-১, মুকিদুল ৪-০-৪৪-২, সানি ৩-০-১৭-১, ফরহাদ ৪-০-২৯-০, ইমন ১-০-৫-০)।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : ১৭.২ ওভারে ১৪৭/৪ (শান্ত ৫৫, ইমন ২, রনি ২৬, আশরাফুল ২৫*, ফজলে রাব্বি ২৪, সোহান ১১*; সাকিব ৪-০-২৭-০, শফিউল ৩-০-২৪-০, আল আমিন ২-০-১৩-১, শহিদুল ৩-০-২৭-১, মাহমুদউল্লাহ ১-০-১১-০, রিশাদ ৩-০-৩৪-২, শামীম ১.২-০-৯-০)।

ফল : মিনিস্টার গ্রুপ রাজশাহী ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ : নাজমুল হোসেন শান্ত

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন