ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেমি ডে’র সফর নিয়ে শঙ্কা!

নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের তিন দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ প্রধান কোচ জেমি ডে। গত ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচের আগে ফের করোনা পরীক্ষা করানো হলে আবারও পজিটিভ আসে তার।

গতকাল রবিবার থেকে কাতারে অনুশীলন শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। দ্রুত দলের সঙ্গে যোগ দিতে শনিবার তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা করেছে জেমি। এবারও করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার। ফলে জেমির কাতার যাত্রা এখন অনিশ্চিত।

বর্তমানে হোটেলে আইসোলেশনে থাকা জেমি জানিয়েছেন, আগের মতোই উপসর্গগুলো আছে। কোনো উন্নতি হয়নি। এখন পর্যন্ত খাবারে স্বাদ কিংবা কোনো ঘ্রাণ পাচ্ছি না। কয়েকদিন পর আবারও পরীক্ষা করাব, সেটার ফলের ওপরই নির্ভর করছে আমার কাতার যাত্রা।

আগামী ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপ বাছাইয়ে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী চার-পাঁচ দিনের মধ্যে যদি জেমি করোনা পরীক্ষায় নেগেটিভ না হন, তবে কাতারে দলের সঙ্গে যোগ দেওয়াটা তার জন্য অসম্ভব হয়ে পড়বে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন