বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি হোম সিরিজ খেলবে বাংলাদেশ। তবে করোনা পরিস্থিতিতে সময়সূচি নিয়ে একতি দ্বীধা-দ্বন্দ্ব ছিল। তবে শেষ পর্যন্ত এবার সিরিজের সময় জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট জানান, আগামী বছরের জানুয়ারিতে তারা পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দলকেই পাঠাতে পারবে বাংলাদেশে।
তিনি আরও জানান, খেলোয়াড়দের চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ নয়, তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নির্ধারিত ছিল ২০২১ সালের জানুয়ারিতে। সফরটিতে দু’দেশ খেলার কথা তিন ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টেস্ট সিরিজ হওয়ার কথা ছিলো।
আনন্দবাজার/টি এস পি