শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট খেলার ন্যূনতম বয়স জানাল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ক্রিকেটারের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে আইসিসি। এখন থেকে দেশের হয়ে খেলতে গেলে সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে খেলোয়াড়ের।

তবে কোনও দেশ যদি ১৫ বছরের কম বয়সি কাউকে খেলাতে চায় তা হলে আইসিসি-র কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগেই সর্বনিম্ন বয়স আনা হল। এর ফলে ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলতে হলে ক্রিকেটারের বয়স হতে হবে ১৫ বছর। তার চেয়ে ছোট বয়সের কাউকে খেলাতে হলে আইসিসি-কে জানাতে হবে। সেই খেলোয়াড়ের অভিজ্ঞতা, মানসিক অবস্থা দেখে তবেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

আনন্দবাজার/টি এস পি 

আরও পড়ুনঃ  প্লে-অফ নিশ্চিতে আশাবাদী তাসকিন

সংবাদটি শেয়ার করুন