করোনা প্রভাব ভালোভাবেই পড়েছে ক্রিকেট দুনিয়ায়। মহামারির কারণে ওলোট-পালোট হয়ে গেছে ক্রিকেটের নিয়মিত সূচিতে। পিছিয়ে পড়েছে বেশ কয়েকটি বিশ্বকাপ। পিছিয়ে যাওয়ার তালিকায় যোগ হয়েছে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। পিছিয়ে যাওয়া এই আসর মাঠে গড়াবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসের কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে।
২০২৩ সালে মেয়েদের ক্রিকেটের বড় কোনো আসর না থাকার কারণে বিশ্বকাপ আয়োজনকে পিছিয়ে নেওয়া হয়েছে বলে জানান আইসিসি।
এর পূর্বে আগস্টে ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেয় আইসিসি। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আনন্দবাজার/এফআইবি