সময়টা ভালো যাচ্ছে না ফুটবলের জাদুকর লিওনেল মেসির। এখনও সুরাহা হয়নি বার্সেলোনার সঙ্গে ঝামেলাও। তার ওপর একের পর এক অভিযোগ শুনতে শুনতে তার ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে তার। পরিস্থিতি এমন হয়েছে যে, অন্য খেলোয়াড়ের ব্যর্থতার দায়ও চাপানো হচ্ছে তার ওপর!
মেসিকে জড়িয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বার্সার ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানকে নিয়ে। বিশ্বকাপজয়ী তারকা ন্যু ক্যাম্পে এসেই নিজেকে হারিয়ে ফেলেছেন। আর এর পেছনেও দায় নাকি মেসিরই!
গ্রিজমানের চাচা ইমানুয়েল লোপেজ একটি ফরাসি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন, আমরা জানতাম বার্সেলোনায় গিয়ে প্রথম প্রথম গ্রিজমান খুব ভালো করতে পারবে না। ভেবেছিলাম এমন অবস্থা ছয় মাসের বেশি স্থায়ী হবে না। কিন্তু দেখলাম, পুরো মৌসুমই গ্রিজমানকে লড়াই করতে হলো। আসলে মেসির পাশে খেলাটা খুবই কঠিন একটা কাজ। আমরা সবাই জানি, ভেতরে-ভেতরে কী হয়! মেসি অনুশীলনে একেবারেই খাটতে চায় না। বার্সেলোনার অনুশীলন প্রক্রিয়াটিই বিশেষ কিছু খেলোয়াড়কে খুশি করতে বানানো।
এমন অভিযোগ শুনে বেজায় চটেছেন মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে পেরুর বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনায় ফিরে মেসি কড়াভাবে বলেছেন, আমি সত্যি সত্যি এসব বানোয়াট অভিযোগের জবাব দিতে দিতে ক্লান্ত। আমি এর থেকে মুক্তি চাই।
আনন্দবাজার/ডব্লিউ এস