রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১০০ মিটারে দ্রুততম মানব সামিউল!

‘এমবাপ্পে’ সামিউল হয়ে রাতারাতি হয়ে গেলেন গতির ঝড় তোলা উসাইন বোল্ট! ফুটবলার সামিউল ইসলাম জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন মাত্র ১১.৪১ সেকেন্ডে।

শুক্রবার(২৫ অক্টোবর) শুরু হওয়া জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে তিনি আসেন খুলনার হয়ে। পুরো ফুটবল খেপের মৌসুমে কোনোরকম প্র্যাকটিস ছাড়া এসেই সামিউল হয়েছেন দ্রুততম মানব। এ বিষয়ে তিনি জানান, ‘আমি কখনো ১০০ মিটার খেলিনি। কোনো ট্রেনিং-প্র্যাকটিসও নেই। ফুটবল প্র্যাকটিসের সময় আমি দু-একদিন স্টার্টিং ব্লক থেকে শুরুটা প্র্যাকটিস করেছিলাম।’

নিজ এলাকায় সামিউলের পরিচয় আসলে খেপের ফুটবলার হিসেবে। আর গতির কারণে কেউ কেউ তাকে ‘এমবাপ্পে’ বলেও ডাকে। তিনি নিজেও ফুটবল প্রচন্ড ভালোবাসেন। এ প্রসঙ্গে সামিউল জানান, ‘আমি আসলে ফুটবল খেলি, এটা আমার প্রিয় খেলা। খুলনা অঞ্চলে আমি খেপ খেলে বেড়াই, আমাদের ওখানে খেপের মৌসুম চলছে এখন। তা ছাড়া খুলনায় দীঘলিয়া ওয়াইএমএ দলের হয়ে আমি ফুটবল খেলি। অনেক দিন পর এবার খুলনায় একটা টুর্নামেন্ট হয়েছে, সেখানে তিন খেলায় আমি দুই গোল করেছি।’

১৯ বছর বয়সী এই সামিউল খুবই গরিব ঘরের সন্তান। তাই আয়ের উৎস হিসেবে ফুটবলের খেপ খেলাকে বেঁছে নিয়েছেন তিনি। এ বিষয়ে সামিউল জানান, ‘আমরা খুব গরিব। আমার বাবা পিঠের ব্যথায় কাজ করতে পারেন না। আমি পরিবারের বড় ছেলে। দুই-তিন মাস এদিক-ওদিক নানা টুর্নামেন্টে খেপ খেলে কিছু টাকা আয় করি।’

ফুটবলের পাশাপাশি বিজেএমসিতে একটি ছোট চাকরি করেন সামিউল। এর সুবাদে ৪০০ মিটার স্প্রিন্টের অভ্যাস আছে তাঁর। কিন্তু কোনো প্র্যাকটিস ছাড়াই যে ১০০ মিটারে বিকেএসপির ট্রেনিং করা স্প্রিন্টারদের হারিয়ে চ্যাম্পিয়ন হবেন তা কখনো তার কল্পনায় ছিলনা। এমবাপ্পে সামিউল এর মতোই ১৮-১৯ বছর বয়স বিভাগে বিকেএসপির সোনিয়া আক্তার ১২.৬৬ সেকেন্ডে ১০০ মিটার জিতে হয়েছে দ্রুততম মানবী।

আরও পড়ুনঃ  স্টেডিয়ামে মাস্ক পরতে ভুলে গিয়েছিলেন রোনালদো

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন