শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ

করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ার পর থেকে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামেনি বাংলাদেশ ক্রিকেট দল। যদিও শ্রীলংকার বিপক্ষে খেলার সম্ভাবনা দেখা দিলেও কোয়ারেন্টিন জটিলতার কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। তবে এবার ক্রিকেটভক্তদের জন্য রয়েছে সুসংবাদ, জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন সাকিব-মুশফিকরা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়,  ২০২১ সালের ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরই মধ্যে দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনা শেষে নিশ্চিত হয়েছে সিরিজের সূচি।

আসন্ন এই সফরে বংলাদেশের বিপক্ষে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সফরে এসে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে এই সময় তারা অনুশীলন করতে পারবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

আন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ‘তামিমের অবসর নতুন কোনো বিষয় না, আগে থেকেই জানি’

সংবাদটি শেয়ার করুন