ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

দুই প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ-নেপাল। গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

আজ মঙ্গলবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ম্যাচটি ড্র করলেই সিরিজ জয়ের আনন্দে মাতবে স্বাগতিকরা। অন্যদিকে সিরিজটি ড্র করতে হলে এ ম্যাচ জিততেই হবে নেপালকে।

এর আগে প্রথম ম্যাচ জেতায় সবাইকে খুশী থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেষ ম্যাচটা ফাইনালের মতো। এটা জিতলে দেশের ফুটবলের জন্য খুবই ভালো। তবে হারলে সবাই পকপক করবে। কাজেই আমাদের জিততেই হবে।

প্রথম ম্যাচে কিছু ভুলত্রুটির ব্যাপারে জামাল বলেন, মিস পাস তো হতেই পারে। আট মাস পর ফুটবল খেলেছি। আমরা জিতেছি, একটু খুশি থাকেন। হারলে না হয় সমালোচনা করবেন। ফলাফলটাই আসল।

অঘোষিত ফাইনাল এই ম্যাচে কোচ জেমি ডে-কে সাইডলাইনে পাচ্ছে না বাংলাদেশ। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মাঠে আসতে পারবেন না তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন