আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সাকিব আল হাসানের যেকোন টুর্নামেন্ট খেলতে আর কোন বাঁধা নেই। আর এ কারণেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্য আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ তাঁর হচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নৈতিক পুলিশ বিভাগের আপত্তির কারণে।
এক প্রতিবেদনে জানিয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু সিএর নৈতিক পুলিশ বিভাগের আপত্তির কারণে শেষ পর্যন্ত সেটি আর এগোয়নি। যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাঁদের খেলার বিষয়ে সিএর নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না। সাকিবের সাম্প্রতিক অতীতই হয়তো তাদের নিরুৎসাহিত করেছে।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও সাকিবকে নিয়ে সন্দেহ আর সংশয় যেন কাটছেই না। অস্ট্রেলিয়ার গণমাধ্যম যেন তারই ইঙ্গিত দিয়েছে।
অপরদিকে সাকিবের লঙ্কান প্রিমিয়ার লিগ (এসপিএল) খেলার সুযোগ থাকলেও বিসিবির পক্ষ্য থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি তাকে। বর্তমানে ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব।
আনন্দবাজার/এফআইবি