ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে “বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ”

দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসন্ন “বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ”। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আমরা দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি দিচ্ছি না। তাই স্টেডিয়াম দর্শকশূন্য রাখার পরিকল্পনা নিয়েছি।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা কোনও উদ্বোধনী অনুষ্ঠান করবো না।’

জৈব সুরক্ষা বলয়ের মধ্যদিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আওতায় থাকবেন টুর্নামেন্টের পাঁচ দলের ৮০ জন ক্রিকেটারসহ মোট ১৫০ জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি। সুরক্ষা বলয়ে যাওয়ার আগে খেলোয়াড়, কর্মকর্তা ও হোটেল স্টাফদের করোনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে “বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ”।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন