ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডে-নাইট টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ

টেস্ট ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে তার ভেতর একটি হলো ডে-নাইট টেস্ট ম্যাচ। দর্শক ধরে রাখতে বিবর্তিত রূপের এই টেস্ট ম্যাচ গত কয়েক বছর ধরেই আয়োজন হচ্ছে।

ইতিমধ্যে আন্তর্জাতিক ডে-নাইট টেস্টের স্বাদ নিয়েছে বেশ কয়েকটি দেশ। তবে বাংলাদেশ আর ভারতের নাম রয়েছে, না খেলার তালিকায়। আগামী নভেম্বরের ভারতে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। শোনা যাচ্ছে সেখানে আয়োজন হতে পারে ডে-নাইট টেস্ট ম্যাচও।

ভারতের মাটিতে ওই সিরিজে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মাঝে যেকোনো একটি দিবা-রাত্রির হতে পারে বলে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গোলাপি বলে একটি টেস্ট আয়োজন করা নিয়ে চিন্তা- ভাবনা করছে। তবে দুই দলের সঙ্গে কথা বলে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানা যায়, সৌরভ গাঙ্গুলি দিবা-রাত্রির টেস্ট খেলার সমর্থক। তবে তিনি নিজের মতামত টিম ম্যানেজমেন্টের ওপর চাপিয়ে দিতে নারাজ। সবাই রাজি হলে তবেই এই টেস্ট হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস আরো জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে একটি ম্যাচ দিন-রাতের হওয়ার সম্ভাবনা শতকরা ৫০ ভাগ।

২০১৫ সালের নভেম্বরে, অ্যাডিলেডে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হয়েছিল। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সে ম্যাচে ৩ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।

আনন্দবাজার/এম.কে

 

সংবাদটি শেয়ার করুন