ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল

লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনাকে টপকে শীর্ষে চলে গেলো লাতিন জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই নিজেদের ডিফেন্স শক্ত রেখে খেলছিল ভেনিজুয়েলা। নিজেদের গোলপোস্টের সুরক্ষা দেয়ায় বেশি মনোযোগী ছিলেন দলটির প্রায় সব তারকাই। তবে ম্যাচের অষ্টম মিনিটেই গোল পেয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের আক্রমন ভাগের তারকা রিচার্লিশন ভেনিজুয়েলার জালে বল পাঠিয়েছিলেন। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।

বিরতির আগে ম্যাচের ৪১ মিনিটে আরও একবার ভেনিজুয়েলার জালে বল পাঠায় ব্রাজিল। তবে এবারও ডগলাস লুইজের গোলটি বাতিল করেন রেফারি।

বিরতির পর ম্যচের ৬৭ মিনিটে অবশেষে লিড পায় ব্রাজিল। ভেনিজুয়েলার ওসুরিও এভারটন রিবেইরোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে দুর্বল হেড করেন। আর সেই বল যায় ফিরমিনোর কাছে এবং ফিরমিনো সেটা জালে পাঠিয়ে দেন।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন