ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালের বিপক্ষে দাপুটে জয়

দেশব্যাপী মহামারি করোনাকাল শেষে দারুণভাবে শুরু হলো বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে যাত্রা। নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। খেলার শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন নাবীব নেওয়াজ। দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মাহবুবুর রহমান সুফিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া দুটি প্রীতি ম্যাচের সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল।

শুরু থেকেই এই ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। তাই ম্যাচ শুরুর আগেই ফিফা নির্দেশিত গ্যালারির ৮ হাজার দর্শকের পুরো কোটাই পূরণ হয়ে যায়। জাতীয় দলের হয়ে এই ম্যাচে অভিষেক হয় গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ফরোয়ার্ড সুমন রেজার। খেলার ৯ম মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোয়ের পর ডি-বক্সের জটলার মধ্যে বল পেয়েও মাথা ছোঁয়াতে পারেননি তপু বর্মন। তবে ঠিক ১মিনিট পরেই সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন নাবীব নেওয়াজ।

এদিকে, দ্বিতীয়ার্ধের শুরুতে মানিকের বদলি হিসেবে নামেন ফরোয়ার্ড সোহেল রানা। একটু পর জীবন, জামালকে তুলে বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিলকে নামান বাংলাদেশ কোচ। খেলা চলার ৭৫তম মিনিটে তপুর ফ্রি-কিক গোলরক্ষক কিরণ কুমার লাবু ফিস্ট করার পর বল ক্রসবারের একটু ‍ওপর দিয়ে বেরিয়ে যায়। এরপর ৮০তম মিনিটে আর ব্যর্থ হয়নি। ব্যবধান দ্বিগুণ করে ফেলে বাংলাদেশ। সোহেলের বাড়ানো বল ধরে মাঝ মাঠের একটু ওপর থেকে আক্রমণে ওঠা সুফিল বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বল জালে পাঠিয়ে দেন। অবশেষে ২-০ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন