ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিকালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ ফুটবল। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজ দিয়ে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। আজ শুক্রবার বিকাল ৫টায় দুই প্রীতি ম্যাচের প্রথমটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।

বাংলাদেশ দলের সেরা তারকাদের প্রায় সবাই এই ম্যাচে মাঠে নামবেন। নিজ নিজ দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দুই দলের কোচই।

এখন পর্যন্ত নেপালের বিপক্ষে ১৯ ম্যাচের মধ্যে ১২ টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ছয়টি ম্যাচে। এবং একটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

তবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন, ওই ফলাফল আজকের ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবে না। ঘরের সুবিধাকে কাজে লাগিয়ে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মাধ্যমে ভাল ফল পেতে চায় তারা।

করোনার কারণে আজকের ম্যাচটিতে সীমিত সংখ্যক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। ম্যাচের টিকিটের মুল্য ধার্য করা হয়েছে ভিআইপি ৫০০ টাকা এবং সাধারণ আসন ১০০ টাকা। আজ স্টেডিয়াম এলাকায় পাওয়া যাবে ম্যাচ টিকিট। আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন