সর্বোচ্চ স্কোর নিয়ে ফিটনেস টেস্টে সবাইকে ছাপিয়ে গেলেন সাকিব আল হাসান। আজ বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেইনার এ তথ্য জানিয়েছেন। সর্বোচ্চ ১৩ দশমিক ৭ স্কোর নিয়ে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন সাকিব। এখন পর্যন্ত যা দলের সবার থেকে বেশি।
গত কয়েকদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটাররা বিপ টেস্ট দিচ্ছেন। টেষ্টে পাস করতে পারেনি নাসির হোসেন, সোহাগ গাজী ও অনেকেই।
ফিটনেস ট্রেইনার জানান, সাকিবের ফিটনেস খুব ভালো অবস্থায় আছে। সর্বোচ্চ স্কোর নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এর আগে, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা ফিটনেস টেস্টর উত্তীর্ণ হয়েছিলেন ১১-এর ওপর স্কোর নিয়ে।
গত বছরের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে গত ২৯ অক্টোবর প্রথমবারের মতো হোম গ্রাউন্ড শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন সাকিব। ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।
আনন্দবাজার/টি এস পি