মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার করোনায় আক্রান্ত হলেন মমিনুল

গত দুই দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এবার আরেকটি দুঃসংবাদ এলো টাইগার শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশের টেষ্ট দলের অধিনায়ক মমিনুল হক সৌরভ।

আজ মঙ্গলবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ চৌধুরী জানান, বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন মমিনুল।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বা হাতি এই ব্যাটসম্যানের। বাংলাদেশ দলের হয়ে ৪০টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মমিনুল হক।

মূলত টেষ্টেই নিয়মিত খেলেন মুমিনুল। টেস্টে ব্যাট হাতে তার রানের সংগ্রহ ২ হাজার ৮৬০। ওয়ানডেতে আছে সাড়ে পাঁচশ’র বেশি রান। টি-টোয়েন্টিতে তার মোট রানের সংখ্যা ৬০।

গত বছরের অক্টোবরে টেষ্ট অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মমিনুল।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অনুশীলন শুরু করলেন সাকিব

সংবাদটি শেয়ার করুন