রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। তরুণ ব্যাটসম্যান হায়দার আলী ও অধিনায়ক বাবর আজমের নৈপুণ্যে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বগতিকরা।
আজ রবিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দলের অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে দারুণভাবে হতাশ করে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ম্যাচের দ্বিতীয় ওভারে রউফের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান ব্রেন্ডন টেইলর।
এরপর সফর জুড়ে রানের জন্য সংগ্রাম করা চামু চিবাবা এবারও ব্যর্থ। রউফের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফিরেন সহজ ক্যাচ দিয়ে। দুই অঙ্ক ছুঁয়েই ফেরেন শন উইলিয়ামস। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৩৪ রান তোলে সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মাথায় ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ওপেনার ফখর জামান ফেরেন ৫ রান করে। এরপর তরুণ হায়দারকে নিয়ে ১০০ রানের জুট গড়েন অধিনায়ক বাবর।
১১০ রানের মাথায় ৫১ রান করে ববর সাজঘর ফিরলেও ৪৩ বলে তিন ছক্কা ও ৬ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান হায়দার। শেষ পর্যন্ত ২৮ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৩৪/৭ (টেইলর ৩, চিবাবা ১৫, উইলিয়ামস ১৩, মাধেভেরে ২৪, রাজা ৭, বার্ল ৩২, চিগুম্বুরা ১৮, টিরিপানো ১৫, চিসোরো ৩*; হাসনাইন ৪-০-২৮-০, রউফ ৪-০-৩১-৩, আশরাফ ৪-০-২০-১, ওয়াহাব ৪-০-৩১-০, কাদির ৪-০-২৩-৩)।
পাকিস্তান : ১৫.১ ওভারে ১৩৭/২ (ফখর ৫, বাবর ৫১, হায়দার ৬৬*, খুশদিল ১১*; মুজারাবানি ৪-০-৩৩-২, এনগারাভা ৩.১-০-২৮-০, টিরিপানো ২-০-১৮-০, চিসোরো ৩-০-২৬-০, উইলিয়ামস ১-০-১১-০, রাজা ২-০-২০-০)।
ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ২-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ : হায়দার আলি।