মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পজিটিভ মাহমুদউল্লাহ, নেগেটিভ সাকিব

করোনাভাইরাসে শনাক্ত হলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নেগেটিভ এসেছে সাকিব আল হাসানের করোনা ফল। গতকাল শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন সাকিব ও মাহমুদউল্লাহ। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সূত্র।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। তবে দেশে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন না তিনি। গত শুক্রবার তাকে দেখা যায় গুলশানে একটি সুপারশপের উদ্বোধনে। তারপর থেকেই সাকিবকে নিয়ে শুরু হয় সমালোচনা। অবশেষে দুইদিন পর গতকাল শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।

আগামী ৯ নভেম্বর সাকিবের ফিটনেস টেস্ট হবে। ফিটনেস টেস্ট দেওয়ার আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করতে হবে সাকিবকে। তাই শনিবার তার পরীক্ষা করাতে হয়েছে।

এদিকে দুঃসংবাদই শুনতে হলো মাহমুদউল্লাহকে। আগামী ১০ নভেম্বর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্যই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। তবে করোনায় পজিটিভ আসায় টুর্নামেন্টে অংশ নেওয়ার আর সুযোগ নেই তার সামনে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ম্যাথুসের ১৯৯, শ্রীলংকা থামল ৩৯৭ রানে

সংবাদটি শেয়ার করুন