মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ শুরু ২২ নভেম্বর

পাঁচ দল নিয়ে আগামী ২২ অথবা ২৩ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। এর আগে ১২ নভেম্বর ১৬০ জন ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স ড্রাফট হবে। এসময় পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাবে দলগুলো।

আজ শনিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

গত মার্চ থেকে করোনাভাইরাসের কারণে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। এরপর গেল মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপের মাধ্যমে দেশে মাটিতে ফিরেছে ক্রিকেট। তিন দলে ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এদিকে নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে থাকার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের মাধ্যমে ক্রিকেটে ফিরবেন শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এ কারণেই টুর্নামেন্টটি আলাদা গুরুত্ব বহন করছে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

সংবাদটি শেয়ার করুন