ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলির ব্যার্থতা, গম্ভীরের পরামর্শ

প্লে-অফে উঠলেও টানা পাঁচ ম্যাচ হেরে এবারের আইপিএল আসর থেকে চতুর্থ হয়ে বিদায় নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অধিনায়ক হিসেবে ব্যাঙ্গালুরুতে এ নিয়ে আট মৌসুম খেলে ফেলেছেন কোহলি। তবে তার অধীনে এখনও শিরোপা জয়ের স্বাদ পায়নি ব্যাঙ্গালুরু।

কোহলির এই ব্যার্থতায় পরের আসরে ব্যাঙ্গালুরুকে অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ও দুইবার আইপিএল জেতা অধিনায়ক গৌতম গম্ভীর।

তিনি জানান, যদি তিনি ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি মালিক হতেন, তবে অবশ্যই অধিনায়কত্বে পরিবর্তন আনতেন। তিনি মনে করেন, কাউকে কোনোরকমের সাফল্য ছাড়া ৮টি বছর ছাড় দেওয়া যায় না।

গৌতম গম্ভীর বলেন, এখানে প্রশ্নটা জবাবদিহিতার। অধিনায়কত্বের ৮ বছর হয়ে গেল কিন্তু কোনো শিরোপা নেই। আট বছর অনেক লম্বা সময়।

তিনি আরও বলেন, বিষয়টা শুধু এক বছরের না, শুধু চলতি আসরের নয়। বিরাট কোহলির বিরুদ্ধে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু দলের এমন অবস্থার মাঝে তার উচিৎ হাত উচিয়ে বলা যে, আমিই এর জন্য দায়ী। আমি এই ব্যর্থতার সব দায়িত্ব গ্রহণ করছি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন