ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে মাদক বিরোধী ক্রিকেট টূর্নামেন্ট শুরু

নীলফামারীর সৈয়দপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় শহরের রেলওয়ে অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর আলম। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, মহিলা এমপি রাবেয়া আলিমের ছেলে প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, স্বেচ্ছাসেবকলীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মোঃ মহসিন মন্ডল মিঠু প্ররমুখ।

প্রচেষ্টা নামে নতুন প্রজন্মের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় আয়োজিত টূর্নামেন্টে সৈয়দপুর সহ রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার ৩২ টি ক্লাব ও ক্রীড়া সংগঠন অংশগ্রহণ করছে।

প্রথম দিন উদ্বোধনী খেলায় অংশ নিয়ে রংপুরের তারাগঞ্জ একাদশ কে পরাজিত করে বিজয়ী হয় সৈয়দপুরের বঙ্গবন্ধু ক্রীড়াচক্র।

আনন্দবাজার/শাহী/মনন

সংবাদটি শেয়ার করুন