ঢাকা | রবিবার
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়েছে বিগ ব্যাশ

বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের (বিবিএল) চলতি আসর মাঠে গড়ানোর কথা ছিল আগামী ৩ ডিসেম্বর। তবে এক সপ্তাহ পিছিয়ে বিগ ব্যাশের এবারের আসর শুরু হবে আগামী ১০ ডিসেম্বর।

মহামারী করোনাভাইরাসের কারণে এবার একটু অন্যভাবে আয়োজিত হবে বিগ ব্যাশ। হোবার্ট ও ক্যানবেরা এই দুই ভেন্যুতে হবে শুরুর দিকের ম্যাচগুলো। আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কুইন্সল্যান্ড ও অ্যাডিলেডে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, পর্যায়ক্রমে অন্যান্য ভেন্যুতেও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ২১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে।

বিগ ব্যাশ প্রধান অ্যালিস্টার ডুবসন বলেন, কোনো সন্দেহ ছাড়াই বলবো, এই সূচি তৈরি সবচেয়ে কঠিন কাজ। অবশেষে এটা মাঠে গড়াচ্ছে এটা ভেবেই আমরা আনন্দিত। এটা অস্ট্রেলিয়ার অনেক মানুষের জন্য খুব কঠিন বছর ছিল। আমরা অনুমতি পেলে অস্ট্রেলিয়ার সব রাজ্যেই বিগ ব্যাশ আয়োজনের দিকে তাকিয়ে আছি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন