বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় এসেছে নেপাল জাতীয় দল। এ ম্যাচ দিয়েই করোনা বিরতি কাটিয়ে ফুটবলে ফিরবে বাংলাদেশ ফুটবল দল। এই প্রথম করোনাভাইরাসের মধ্যে কোনও বিদেশি দল বাংলাদেশে এসেছে।
চার্টার্ড বিমানে করে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌছায় নেপালের ফুটবলাররা। ২৫ জন খেলোয়াড় ও সাতজন কোচ-কর্মকর্তাসহ ৩২ জনের বহর নিয়ে বাংলাদেশে এসেছেন নেপালে ফুটবল দল।
জানা গেছে, আজই নেপাল দলের কোভিড-১৯ টেস্ট করা হবে। এরপর আগামী শনিবার পর্যন্ত তারা কোয়ারেন্টিনে থাকবেন।
উল্লেখ্য, আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচ দুটি সম্প্রচার করবে।
আনন্দবাজার/এম.কে