ঢাকা | রবিবার
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন সাকিব

নিজেকে প্রস্তুত করতে দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র।

দেশে ফিরেই সাকিব করোনা টেস্ট করাবেন। ফলাফল নেগেটিভ আসলে কয়েক দিনের কোয়ারেন্টিন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করতে পারেন তিনি।

আসন্ন বঙ্গবন্ধু কর্পোরেট টি-টোয়েন্টি আসরে সাকিবকে পেতে মুখিয়ে আছে দলগুলো। প্লেয়ার ড্রাফটে নির্ধারণ হবে কোন দলে খেলবেন দেশসেরা এই ক্রিকেটার। তবে তার আগে সাকিবকে সম্মুখীন হতে হবে ফিটনেস টেস্টের। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন তিনি।

এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশে ফিরে ঢাকার বিকেএসপিতে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সাকিব। করোনার কারণে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলে পরিবারকে সময় দিতে গত ১ অক্টোবর আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর শেষ হয়েছে সব ধরনের ক্রিকেট থেকে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা। ২০১৯ সালের ২৯ অক্টোবর সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ প্রথম বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নজরদারিতে ছিলেন সাকিব এবং সেই এক বছর পূর্ণ হয়েছে। এখন দলে সুযোগ পেলেই বাংলাদেশ বা যে কোনো পেশাদার লিগে ক্রিকেট খেলতে পারবেন সাকিব।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন