ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“আমরা জয়ের জন্য ক্ষুধার্ত”

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচ দিয়েই দীর্ঘ সাত মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবে জেমি ডের শিষ্যরা।

তবে নেপালের বিপক্ষে জামাল-জীবনদের সবশেষ দুই ম্যাচে হার। দলটির বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যান যথেষ্ট হতাশার। তাই জামাল ভূইয়াও ভাল ভাবেই বুঝতে পারছেন ফুটবলপ্রেমীদের চাওয়াটা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া বলেন, সত্যি বলতে টিমটা পুরোপুরি ফিট নয়। আজকেও আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখনও অনেকের সমস্যা আছে। সত্যি বলতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, আরও রানিং হতে হবে, তারপরই ফিটনেস আসবে।

তিনি বলেন, অনেকদিন পর আমরা অনুশীলন করছি।  অনেক খেলোয়াড়ই পুরোপুরি ফিট নয়। তাই ফিটনেস, ট্যাকটিক্যাল সব দিকটায় আমাদের ভালো করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। তা না হলে আমাদের পারফরম্যান্স ভালো হবে না।

তিনি আরও বলেন, আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। সবাই বলছে নেপালের কাছে তোমরা দুইবার হেরেছ এটা কী! তো বিষয়টা খেলোয়াড়দের মাথায়ও আছে। সবাই জিততে চায় এবং আমাদের জিততেই হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন