জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৬ উইকেটে হারিয়েছে বাবরের দল।
আজ রবিবার রাওয়ালপিন্ডিতে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে সিদ্ধান্তটা কাজে লাগতে পারেনি অধিনায়ক চামু চিবাবা। ব্যাট করতে নেমে ৪৫.১ ওভার খেলে ২০৬ রানে অলআউট তারা। সফরকারীরদের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন শন উইলিয়ামস। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ব্রেন্ডন টেইলর।
এদিকে পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন ইফতিখার। এছাড়া দুটি নেন মুসা ও একটি করে নেন রৌফ, ফাহিম ও ইমাদ ওয়াসিম।
২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারের জুটি গড়ায় ৬৮ রান পর্যন্ত। আবিদ আলীকে ২২ রানে ফিরিয়ে জুটি ভাঙেন টেন্ডাই চিসরো। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমাম উল হক ও বাবর আজম মিলে জিতিয়েই ফেলছিলেন। যদিও ৪৯ রানে সাজ ঘরে ফিরেন ইমাম।
তবে অধিনায়ক বাবরের অর্ধশতকের ইনিংসে ভর করে ৬ উইকেট হাতে রেখে মাত্র ৩৫ ওভার ২ বলেই ২০৬ রান টপকে যায় স্বাগতিকরা। বাবরের ব্যাটে আসে অপরাজিত ৭৭ (৭৪) রান।
আনন্দবাজার/এম.কে




