ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ২৬ রানে হারিয়েছে পাকিস্তান। আজ রবিবার সিরিজ নিশ্চিত করার লক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা।
রাওয়ালপিন্ডিতে দিবা-রাত্রির এই ম্যাচে টস হেরেছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি সফরকারী জিম্বাবুয়ে।
তবে পাকিস্তান একাদশে এসেছে দুইটি পরিবর্তন। তারা হলেন, টপঅর্ডার ব্যাটসম্যান হায়দার আলি ও দ্রুতগতির পেসার মোহাম্মদ মুসা। দুজনের বয়সই মাত্র ২০ বছর। এই দুই খেলোয়াড়ের অভিষেক হলো আজই।
জিম্বাবুয়ে একাদশ : ব্রায়ান চারি, চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, উইসলি মাধভেরে, টেন্ডাই চিসোরো, চার্ল মুম্বা, রিচার্ড এনগারাবা, ব্লেসিং মুজরাবানি।
পাকিস্তান একাদশ : আবিদ আলি, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), হায়দার আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ মুসা, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি।
আনন্দবাজার/এম.কে