আইপিএলের ১৩ তম আসরের প্লে-অফের দৌড়ে থাকা দল দিল্লি ক্যাপিটালসকে একদম পাত্তাই দিল না টেবিল পয়েন্টে শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার ক্যাপিটালসকে ৯ উইকেট আর ৩৪ বল হাতে রেখে ম্যাচ জিতেছে মুম্বাই।
দিনের শুরুতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। জাসপ্রিত বুমরাহ আর ট্রেন্ট বোল্টের আগুন ঝরানো পেস জুটিতে ২০ ওভার ব্যাটিং করলে ৯ উইকেটে মাত্র ১১০ রানে দিল্লির ইনিংস থামে।
বুমরাহ ও বোল্টে মূলত মেরুদণ্ড ভেঙে দেন দিল্লির ব্যাটিং ডিপার্টমেন্টের। তারা দুজনই নেন ৩টি করে উইকেট। দিল্লির হয়ে শ্রেয়াস আয়ার ২৯ বলে ২৫ আর রিশাভ পান্ত ২৪ বলে করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
জবাবে ১১১ রানের লক্ষ্য হেসেখেলেই জিতেছে দিল্লি। যদিও ওপেনার কুইন্টন ডি কক শুরু করেছিলেন কিছুটা ধীরগতিতে। ২৮ বলে ২৬ রান করে অ্যানরিচ নর্টজের বলে বোল্ড হন কক। তবে আরেক ওপেনার ঈষান কিশান ৪৭ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। সেই সঙ্গে ১১ বলে ১২ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।
১৩ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বর অবস্থানে রয়েছে মুম্বাই। ১২ ম্যাচে ৭ জয়ে দ্বিতীয় স্থানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর সমান ম্যাচে সমান জয় থাকলেও রানরেটে পিছিয়ে পড়ায় তিন নম্বরে রযেছে দিল্লি।
আনন্দবাজার/এম.কে