ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

মহামারি করোনাভাইরাসের কারণে জৈব-সুরক্ষা বলয়ের কড়া নিয়মের জন্য নিজেদের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে আসন্ন বিগ ব্যাশ লিগে না খেলার ঘোষনা দিয়েছেন এই অজি তারকা।

চলতি বছর আগস্টে ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর সেই সফর থেকেই জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন স্টিভেন স্মিথ। ইংল্যান্ড সফরের পর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে খেলতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানয়েছে, আগামী মাসে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানেও  থাকতে হবে  স্মিথকে। এছাড়াও বিগ ব্যাশ খেলতে গেলেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। তাই দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকতে হবে বলেই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লগে খেলবেন না স্মিথ।

স্মিথ বলেন, বর্তমানে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই ক্রিকেট খেলতে হচ্ছে। জানি না কবে এই পরিস্থিতি শেষ হবে। দীর্ঘদিন একই অবস্থায় থাকাটা কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, দল নির্বাচন যেকোনো বিষয় এখন চ্যালেঞ্জিং। কেউ যদি টানা জৈব-সুরক্ষা বলয়ে থাকার পর ছুটি নেয়। এরপর তার জায়গায় আসা অন্য কেউ ভালো করে ফেলতে পারে। তাই জৈব-সুরক্ষা বলয়ে থাকাটা সবার জন্যই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন